বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে জেলে পাড়ায় গিয়ে দেখা যায় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র। রাস্তা না থাকায় জেলে পাড়ায় যেতে পারে না কোন ধরনের পরিবহন।
সুরেশ চন্দ্র জলদাস নামে এলাকার এক বাসিন্দা জানায়, রাস্তাটি ভরাট না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পুরো এলাকার মানুষকে। বিশেষ করে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তখন তাকে শহরের হাসপাতালে নিতে হলে চরম বিপাকে পড়তে হয়।
এ ব্যাপারে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সঙ্গে। বাংলানিউজকে তিনি বলেন, রাস্তা এবং কালভার্ট নতুনভাবে তৈরি করতে ৩ লাখ টাকা ইতোমধ্যেই ইউনিয়ন পরিষদ সদস্য শামছুল আরেফিনকে বরাদ্ধ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ সদস্য শামছুল আরেফিন বাংলানিউজকে বলেন, যে টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে তা অপ্রতুল। মাঠি ভরাট করতেই ২ লাখ টাকা চলে যাবে, কালভার্ট তৈরি দূরের কথা। তারপরও অল্প কিছুদিন পরই কাজ শুরু হয়ে যাবে। জেয়ারের মৌসুম থাকায় এখন কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমজেএফ