ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
শ্যামপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুল কাইয়ুম হাওলাদার (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রাজানগর গ্রামের আবদুল রশিদ হাওলাদারের ছেলে।

বর্তমানে রাজধানীর কদমতলী এলাকার মেহেদীবাগ এলাকায় থাকতেন তিনি।  

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শ্যামপুর পাওয়ার হাউজের বিপরীত দিকে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৪ তলায় কাজ শেষে ময়লা ফেলার সময় বস্তাসহ নিচে পড়ে যান কাইয়ুম।  

পরে মুমূর্ষু অবস্থায় কাইয়ুমকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।