বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দম্পতির হাতে ঘরের চাবি তুলে দেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর হোসেন সজল, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম শহিদুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুপারভাইজার আব্দুল মকিব ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সদস্য রেজাউল করিম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সদর উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় সদর উপজেলার চেলারডাঙ্গা গ্রামের ভিক্ষুক দম্পতি আমের আলী মালী (৯০) ও আছিরন খাতুনের (৭০) পুনর্বাসনের জন্য ‘প্রান্তিক বসতি’ নামে একটি ঘর নির্মাণ করা হয়।
ঘর পেয়ে দম্পতি আমের আলী মালী ও আছিরন খাতুন বাংলানিউজকে বলেন, জীবনের বেশির ভাগ সময়ই রাস্তায় রাস্তায় কাটিয়েছি। এখন আমাদের মাথা গোজার ঠাঁই হয়েছে।
পরে জেলা প্রশাসক এই দম্পতির খোঁজখবর নেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ