ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ব্যবসায়ীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। তাই ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই চুয়াডাঙ্গার উন্নয়ন করা হবে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চুয়াডাঙ্গার নবনির্বাচিত দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় অতীতের মত ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে অসমাপ্ত সকল উন্নয়ন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দারসহ ৫৩ জন নেতা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত ব্যবসায়ীদের পক্ষ থেকে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।