ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বন্ধন রেল কলকাতার পথে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বন্ধন রেল কলকাতার পথে বন্ধন রেল কলকাতার পথে

বেনাপোল (যশোর): কলকাতা থেকে ছেড়ে আসা বন্ধন এক্সপ্রেস (দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস) খুলনা থেকে ফিরে রাত ৮টায় বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন-কাস্টমসে পাসপোর্টের কাজ শেষে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে শিয়ালদাহ স্টেশনে পৌঁছাবে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল সোয়া ১১টায় কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে রওয়ানা দিয়ে বিকেল পৌনে ৫টায় পৌঁছায় খুলনাতে।

বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন ও ইমিগ্রেশন ওসি ওমর শরীফ  বাংলানিউজকে জানান, আনুষ্ঠানিক প্রথম যাত্রায় প্রতিনিধি দলের যাত্রীদের সুষ্ঠভাবে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। তারা সবাই এ যাত্রায় গর্বিত ছিলো।

এর আগে বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু, কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম ও খুলনা-কলকাতা রেলপথে ‘বন্ধন এক্সপ্রেস’ এর  উদ্বোধন করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ও ভারতের প্রধানমন্ত্রী ভবন থেকে নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে অংশ নেন।

এসময় ভৈরবে রেল সেতুর নিচে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলমন্ত্রী মুজিবুল হক ঢাকা, কলকাতা ও  দিল্লির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন কার্যক্রম চালান।

ভারতীয় লাইন অফ ক্রেডিট (এলওসি)’র অর্থায়নে এই সেতুগুলো নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষে সেতুটি খুলে দেওয়া হয়েছে। একটি  ডেমু ট্রেন দিয়ে ভৈরব সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।