ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুধু নম্বর নয়, মানুষ হবার জন্যই শিক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
শুধু নম্বর নয়, মানুষ হবার জন্যই শিক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: নাট্যকার মামুনুর রশীদ বলেছেন, যখন শিক্ষার সঙ্গে সংস্কৃতির মিলন হয়, তখনই প্রকৃত শিক্ষা হয়। শুধু নম্বর পাবার জন্য নয়, মানুষ হবার জন্যই শিক্ষা প্রয়োজন।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ধলেম্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খেলা ও বিনোদন বন্ধ করে দিয়ে শুধু পড়া নিয়ে বসে থাকলেই মানুষ হওয়া যায় না।

শিক্ষা হতে হবে আনন্দের। তবেই লক্ষ্য পূরণ হবে।

পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি।

এসময় নাট্যকার মামুনুর রশীদ ওই পাঠাগারের প্রাথমিক শিক্ষা সামাপনী পরীক্ষায় অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।