ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে বাড়িতে ঢুকে তরুণকে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
যশোরে বাড়িতে ঢুকে তরুণকে গুলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর শহরের রেলগেট এলাকায় বাড়িতে ঢুকে রবিউল ইসলাম (২০) নামে এক তরুণকে গুলি করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের রেলগেট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।  

পেশায় মোটরপার্টসের দোকান কর্মচারী গুলিবিদ্ধ রবিউল নুরুল আমিন ভূঁইয়ার ছেলে।

সপরিবারে ওই বাসায় ভাড়া থাকেন তারা।  

স্থানীয় চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ হোসেন বাংলানিউজকে বলেন, আহত রবিউলকে উদ্ধার করে স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

‘এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। তদন্তের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে। ’

গুলিবিদ্ধ রবিউলের বাবা নূরুল আমিন জানান, কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। হঠাৎ করেই বাড়িতে ঢুকে তার ছেলেকে মারধর করে স্থানীয় চার-পাঁচ যুবক। এক পর্যায়ে তারা বুকে গুলি করে পালিয়ে যায়।  

এদিকে হাসপাতালের চিকিৎসকরা জানান, গুলিতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিউললের অবস্থা আশঙ্কাজনক। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, তবে এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ইউজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।