ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে অস্ত্রসহ দস্যু নুর-এ-আলম বাহিনীর প্রধান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
সুন্দরবনে অস্ত্রসহ দস্যু নুর-এ-আলম বাহিনীর প্রধান আটক

সাতক্ষীরা: সুন্দরবনে অভিযান চালিয়ে দস্যু নুর-এ-আলম বাহিনীর প্রধান নুরকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। 

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর তেলারকাটা খাল থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলারকাটা খাল থেকে অস্ত্র বেশ কিছু গুলিসহ নুরকে আটক করা হয়।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

দস্যুদের ১২টি বাহিনী আত্মসমর্পণ করার পর সম্প্রতি নুর-এ-আলম বাহিনী নামে নতুন একটি গ্রুপ দস্যুতা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।