ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দু’পাশে অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দু’পাশে অবৈধ দোকান উচ্ছেদ

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দু’পাশে শতশত অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (১০ নভেম্বর) দিনব্যাপী বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলম হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা হয়।  

অভিযান চলাকালে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মছেউল গনি, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান সরকারসহ পুলিশ একদল শ্রমিক নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এ সময় বুলডোজার দিয়ে পৌরসভা হাট থেকে মৎস্য খামার এলাকা পর্যন্ত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানে মহাসড়কের দু’পাশে আধাপাকা শতশত অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাটের মালিকদের মুখে ও চিঠিপত্র দিয়ে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। কিন্তু তারা তাদের দোকানপাট না সরিয়ে প্রশাসনের সঙ্গে চ্যালেঞ্জ করে জোরপূর্বক দখল করে রাখেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলম হোসেন জানান, জেলা প্রশাসনের আদেশের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত হয়। দোকান মালিকদের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সঙ্গে বারবার সভা করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আমি নিজেই অনেকবার অনুরোধ করেছি। কিন্তু তারা দোকান সরিয়ে নেয়নি। তাই উচ্ছেদ করতে বাধ্য হয়েছি।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।