ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীতাকুণ্ডে ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
সীতাকুণ্ডে ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ হারুনুর রশিদ (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। 

শুক্রবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাজেরা হ্যাভেন গার্ডেনের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

রশিদ লক্ষ্মীপুর জেলার খোসাখালী (গুচ্ছগ্রাম) গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে থেকেই গোপন সংবাদ ছিলো চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানযোগে বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকার দিকে যাচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাজেরা হ্যাভেন গার্ডেনের সামনের রাস্তায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। পরে একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহ হলে সংকেত দিয়ে থামানো হয়। এসময় এক ব্যক্তি ভেতর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করা হয়। এরপর ওই কাভার্ড ভ্যানে তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রশিদ দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্য নিয়ে এসে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।