ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় ১২ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আলমডাঙ্গায় ১২ ককটেল উদ্ধার ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার এলাকা থেকে ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে ওই বাজারের পুরাতন পুলিশ ক্যাম্পের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আসমানখালী বাজারের পুরাতন পুলিশ ক্যাম্পের পাশে শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলো। এ সময় শ্রমিকদের কোদালের সঙ্গে দু’টি ককটেল উঠে আসে।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে একই জায়গার মাটি খুঁড়ে পরপর ১২টি ককটেল উদ্ধার করে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার জন্য দুর্বৃত্তরা ওই স্থানে ককটেলগুলো মজুদ করে থাকতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান শুরু হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।