শুক্রবার (১০ নভেম্বর) রাতে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা সদরের একটি বাসা থেকে লিজা আক্তারকে উদ্ধার করা হয়।
লিজা হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে এবং ডা. শামসুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ইউএনও আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, লিজার মা পারভিন আক্তার লিখিত আবেদন করেন যে, গফরগাঁও স্টেশন রোডে তাদের আত্বীয় রুবেলের পরিবারের কাছে অবস্থানরত লিজাকে তার ফুফাতো ভাই রুবেলের সঙ্গে বিয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ খবর পেয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহাবুব আলমের সহযোগিতায় পুলিশ গিয়ে বিয়ে পণ্ড করে লিজাকে উদ্ধার করে। পরে তাকে সিদলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিনের জিম্মায় হস্তান্তর করা হয়।
এসময় মেয়ের লেখাপড়ার জন্য ইউএনও আবদুল্লাহ আল মামুন তার মাকে নগদ ২ হাজার টাকা দেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টিএ