শুক্রবার (১০ নভেম্বর) দুপুর থেকে সাপ্তাহিক ছুটির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এসআর পরিবহনের যাত্রী আব্দুল আওয়াল মিয়া বাংলানিউজকে জানান, ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে না হলেও গাড়ি অতি ধীরগতিতে চলায় গন্তব্যে পৌঁছাতে সময়টা বেশি লেগে যাচ্ছে।
একই বাসের যাত্রী তৌফিকুর রহমান জানান, মহাসড়কে চার লেনের কাজের কারণে অনেক স্থানে রাস্তা কাটা হয়েছে। এ কারণে অনেকটা সাবধানতা অবলম্বন করে চালক গাড়ি চালাচ্ছেন। তবে চার লেনের কাজ সম্পন্ন হয়ে গেলে এই মহাসড়কে চলাচলে যাত্রীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।
হাইওয়ে পুলিশ এলেঙ্গা ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত সাড়ে নয়টার পর যানজট কমতে শুরু করেছে। তবে মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় যানবাহনগুলো একটু ধীরগতিতে চলাচল করছে।
**ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কি.মি. যানজট
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএ