শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মঞ্জুর মোল্লা নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মো. জয়েন মোল্লার ছেলে।
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম হোসেন বাংলানিউজকে জানান, মঞ্জু একজন চোলাই মদ বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মঞ্জুর বাড়িতে প্রকাশ্যে চোলাই মদ বিক্রি হচ্ছে।
খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিনি পুরনো প্লাস্টিকের বোতলে ভরে চোলাই মদ বিক্রির জন্য প্রস্তুত করছিলেন।
পরে তাকে ৩৬ বোতলে ৯ লিটার চোলাই মদসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএ