ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে লরির পিছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
নারায়ণগঞ্জে লরির পিছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি পণ্যবাহী লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত দু’জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বাংলানিউজকে জানান, ঢাকামুখী দ্রুতগামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ১৯-৭৭১৬) একটি পণ্যবাহী লরির (যশোর ব ৪১-০০৪২) পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে লরির পিছন থেকে ভিতরের দিকে ঢুকে যায়।

 

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের থাকা এক নারী (৩৫) ও একজন পুরুষ (৪০) নিহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকামুখী বিভিন্ন গাড়িতে তুলে দেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরিটি উদ্ধারে কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।