শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন শ্রেণি পেশার লক্ষাধিক মানুষ ইজতেমার মাঠে জড়ো হন। মোনাজাত শুরু আগে কানায় কানায় ভরে যায় বিশাল এ মাঠ।
দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ফারুক ছাহেব মোনাজাত পরিচালনা করেন।
এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে জেলা পলিশের পক্ষ থেকে ইজতেমা মাঠ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরে যান চলাচল ঠিক রাখতে এবং আসা মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ও পোষাকধারী পুলিশ মোতায়েন করা হয়।
গোপালগঞ্জ শহরের মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির ওপর নির্মিত হাউজিং প্রকল্প মাঠে দ্বিতীয়বারের মতো এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হলো। গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকে লাক্ষাধিক মুসল্লি অংশ নেয় ইজতেমায়। দেশের নামকরা কয়েকজন আলেম, ওলামা এ ইজতেমায় বয়ান দেন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/