ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুন্সীগঞ্জ জেলার মেঘনা থানার বর্শিকান্দা এলাকার সাহাবুদ্দিনের ছেলে সোহাগ (৩৬) ও পাবনা জেলার সদর থানার তিনগাছা রাজাপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মাসুদ বাংলানিউজকে জানান, বরাব এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী আনাগোনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। এ খবরের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ সোহাগ ও আনোয়ার নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।