ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে ২৬ বিষধর সাপ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
শ্রীনগরে ২৬ বিষধর সাপ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব দেউলভোগ এলাকার দু’টি বসতবাড়ি থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকার শংকর দাস ও  সুনিল দাসের টংয়ের বাড়ি থেকে এসব সাপ উদ্ধার করেন সাপুড়ে আব্দুল কাদের। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমসাপুড়ে কাদের বাংলানিউজকে বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে দু’টি বসতঘর থেকে ২৬টি সাপ উদ্ধার করা হয়।

এর আগে স্থানীয়রা সাতটি বাচ্চা সাপ মেরে ফেলে।

সাপগুলোর মধ্যে রয়েছে-দাড়াইশ, খইয়া পানোস, কালি পানোস, কিং কোবরা, জিংরাজসহ ১৯টি বাচ্চা সাপ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।