ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যাগে এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামান-আল-ইমরান বাংলানিউজকে জানান,  শহরের হাসপাতাল মোড়, বালুবাড়ী জোড়া ব্রিজ মোড়, পশু হাসপাতাল মোড়সহ আইন কলেজ এলাকার রাস্তার দু’পাশের জমিতে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে বালুবাড়ী পশু সম্পদ কার্যালয়ের দেওয়াল সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে অবৈধ দখলদাররা অভিযানকারী দলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে বাধা দেয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।