শনিবার (১১ নভেম্বর) সকালে সরকারি বিএম কলেজের শিক্ষক মিলনায়তনে বরিশাল বিভাগীয় শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন-সরকারি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর সচিন কুমার রায়, চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম সফিউর রহমান, পিরোজপুরের স্বরূপকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সেমিনার সচিব ড. আব্দুল কুদ্দুস, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সরদার আকবর আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা ১৬ নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১৭ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে বরিশাল বিভাগের ২২টি সরকারি কলেজের অর্ধেকের মতো শিক্ষকরা অংশ নিলেও কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সংগঠনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএস/আরআর