শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথায় ডিজিটাল সেন্টারের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি শিপন হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে যে কোনো জায়গায় বসে মানুষ ডিজিটাল সেবা পাচ্ছেন। এতে তাদের প্রয়োজনীয়তা দিনে দিনে কমে যাচ্ছে। তাদের মতো প্রায় ১১ হাজার সন্তান বেকার হতে চলেছে। এ অবস্থায় ডিজিটাল পরিচালকদের (উদ্যোক্তা) রাজস্ব খাতে নেওয়ার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমবিএইচ/আরআইএস/