ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিজিটাল সেন্টার জাতীয়করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ডিজিটাল সেন্টার জাতীয়করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন ডিজিটাল সেন্টার জাতীয়করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন। ছবি: ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: ডিজিটাল সেন্টার জাতীয়করণ করে পরিচালকদের রাজস্ব খাতে নেওয়ার দাবিতে বগুড়া জেলা উদ্যোক্তা ফোরামের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথায় ডিজিটাল সেন্টারের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি শিপন হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।


 
বক্তারা বলেন, বর্তমানে যে কোনো জায়গায় বসে মানুষ ডিজিটাল সেবা পাচ্ছেন। এতে তাদের প্রয়োজনীয়তা দিনে দিনে কমে যাচ্ছে। তাদের মতো প্রায় ১১ হাজার সন্তান বেকার হতে চলেছে। এ অবস্থায় ডিজিটাল পরিচালকদের (উদ্যোক্তা) রাজস্ব খাতে নেওয়ার দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।