ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না খেয়ে কোনো রোহিঙ্গা মারা যায়নি: ত্রাণমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
না খেয়ে কোনো রোহিঙ্গা মারা যায়নি: ত্রাণমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আসার জন্য দরজা খুলে দিয়েছেন। বাংলাদেশে আসা ১১ লাখ রোহিঙ্গাদের মধ্যে কেউ আড়াই মাসে না খেয়ে থাকেন নাই। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের সব ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ কৃতিত্ব প্রধানমন্ত্রীর। কারণ প্রধানমন্ত্রী জাতিসঙ্গে বক্তব্যে বলেছেন, আমি যদি খেয়ে থাকি, তাহলে আমার দেশে আসা রোহিঙ্গারাও খেয়ে থাকবেন।

একজন রোহিঙ্গাও অভুক্ত থাকবে না।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে সমাজের যতো কমিউনিটি আছে তাদের সঙ্গে বসে কথা বলে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধান করা। আর এজন্য আমরা চিন্তা করেছি জনগণের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনার এটি একটি মাধ্যম।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ-জামান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিয়ষক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন প্রমুখ।

সমাবেশের আগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।