গ্রেফতারকৃতরা হলেন- আবু তুরাব খান (৫৬), তার স্ত্রী সাদিয়া হোসনা লাকী (৪৬) ও মেয়ে তাজরীন খানম শুভ (২৯)।
আবু তুরাব গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলার সিদ্ধান্তের মূল পরিকল্পনাকারী ও অর্থ সরবরাহকারী নব্য জেএমবি’র নেতা আকরাম হোসেন খান নিলয়ের বাবা।
শনিবার (১১ নভেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বাংলানিউজকে জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১২ নম্বর বাসা থেকে নিলয়ের বাবা-মা ও বোনকে গ্রেফতার করা হয়।
ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা নিলয়ের মাধ্যমেই নব্য জেএমবি’র বায়াত (অর্থ) গ্রহণ করেন। তারা বিভিন্ন সময় সংগঠনের কাজে অর্থ সরবরাহ করতেন এবং অর্থদাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনের কাজে বিতরণ করে আসছিলেন।
বিভিন্ন জঙ্গি কার্যক্রমে এর আগে অর্থ সরবরাহের বিষয়টি পুলিশের কাছে স্বীকারও করেছেন গ্রেফতারকৃতরা।
পুলিশ জানায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল নব্য জেএমবি। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সেদিন রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ‘অগাস্ট বাইট’ অভিযান পরিচালনা করে। ওই অভিযান চলাকালে আত্মঘাতি বোমা হামলায় জঙ্গি সাইফুল ইসলাম নিহত হন।
এ ঘটনায় পরদিন গত ১৬ আগস্ট কলাবাগান থানায় মামলা করে পুলিশ।
সহকারী পুলিশ কমিশনার সুমন কান্তি চৌধুরী জানান, ওই মামলার তদন্তে হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ সরবরাহকারী নব্য জেএমবি’র নেতা আকরাম হোসেন খান নিলয়ের নাম বের হয়ে আসে। তিনি নব্য জেএমবি’র শীর্ষস্থানীয় একজন নেতা। তার বাবা আবু তুরাব খান, মা সাদিয়া হোসনা লাকী ও বোন তাজরীন খানম শুভ।
জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসজেএ/এএসআর