ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নান্দাইলে পুলিশের কাছ থেকে আসামি পালিয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নান্দাইলে পুলিশের কাছ থেকে আসামি পালিয়েছে

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে পুলিশের কাছ থেকে সুজন মিয়া নামে গরু চুরি মামলার এজাহারভুক্ত এক আসামি পালিয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার আঁচারগাঁও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার আঁচারগাঁও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামে গরু চুরি মামলার এজাহারভুক্ত আসামি সুজন মিয়াকে ধরতে যান মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান।

এ সময় সুজনকে ধরতে গেলে আসামি ও তার লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। এতে এএসআই মিজানুর রহমান পড়ে গিয়ে আহত হন। এক পর্যায়ে আসামি সুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সীমা রানি সরকার বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আহত এএসআই মিজানুর রহমানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই আসামিকে ধরতেও পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।