শনিবার (১১ নভেম্বর) বিকেলে রাজশাহীর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার আগামী দিনে দেশকে এগিয়ে নিতে তরুণদের নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে ‘বঙ্গবন্ধু হাই টেক পার্ক’ নির্মাণ করছে।
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। রাজশাহীকে প্রযুক্তির মহানগরী হিসেবে গড়ে তুলতে ৩১ একর জমির ওপর ২৩১ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ‘শেখ মুজিব হাইটেক পার্ক’ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে ১৪ হাজার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে হাইস্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটির সংযোগ দেওয়া হবে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো দ্রুত এগিয়ে যাবে।
বঙ্গবন্ধু হাই টেক পার্ক নির্মাণের কাজ যেন কোনক্রমেই নিম্নমানের না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তরুণ-তরুণীরা যাতে অসৎ উদ্দেশে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সেবিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মির্জা আলী আশরাফ, পিডি ফয়জুল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএস/এসএইচ