শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার বনগাঁ চক রহমত উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৌয়তি উপজেলার শালবাড়ী সল্লাপাড়া গ্রামের বদুরায় হেমরমের মেয়ে।
আহতরা হলো- একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)।
বনগাঁ চক রহমত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বাংলানিউজকে বলেন, বনগাঁ চক রহমতপুর থেকে চোরখৈর পর্যন্ত রাস্তার কাজের জন্য স্কুলের বাথরুমের সেফটিক ট্যাংকির উপর এক ট্রাক বালি রাখা হয়। বিকেলে প্রথম শ্রেণির তিন শিক্ষার্থী বাড়ি ফেরার সময় বালির মধ্যে খেলতে যায়। এ সময় বালির চাপে ট্যাংকির ঢাকনা ভেঙে তিনজন ভেতরে পড়ে যায়। পরে স্কুল শিক্ষক ও গ্রামের লোকজন তাদের উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই মৌয়তিকে মৃত দেখতে পায়। অপর দুই শিশু শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় কারও অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএস/আরআইএস/