শনিবার (১১ নভেম্বর) মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস ব্যক্তিগত উদ্যোগে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও তাদের জন্য ওষুধ সরবরাহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক কামরুজ্জামান খান ও শিশু পরিবারের কর্মকর্তাবৃন্দ।
ডা. সুশান্ত কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, মাগুরা সরকারি শিশু পরিবারে ১৫২ জন কন্যা শিশু বসবাস করে। এদের মধ্যে অধিকাংশই বিভিন্ন রোগে ভুগছে। তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিমাসে একবার এই শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করবেন। তাকে সার্বিকভাবে সহযোগিতা করবে ডেন্টাল টেকনিশিয়ান আনজুমান আরা দীপা।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি