শনিবার (১১ নভেম্বর) রাতে আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সন্ত্রাস, জঙ্গি, বাল্য বিয়ে, জুয়া ও মাদক নির্মূলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিষখোচা ইউনিয়ন পরিষদ ও উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিট এ মতবিনিময় সভার আয়োজন করে।
রশিদুল হক বলেন, মাদক ব্যবসায়ী বা সেবীরা কোন রাজনৈতিক দলের তা দেখার বিষয় নয়। মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তদবির করে লাভ নেই।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায়, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি