ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে প্রতিবেশীর ঘুষিতে বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
গাজীপুরে প্রতিবেশীর ঘুষিতে বৃদ্ধ নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ঘুষিতে অহিদুল্লাহ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকার রাশেদ মিয়া (৪০) তার স্ত্রী সঙ্গে ঝগড়া করছিলেন। প্রতিবেশী অহিদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন।

এ সময় রাশেদ মিয়ার সাথে অহিদুল্লাহর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাশেদ মিয়া হঠাৎ করে অহিদুল্লাকে ঘুষি দেয়। এতে অহিদুল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত অহিদুল্লাহ রাজমিস্ত্রির সহকারী হিসাবে বিভিন্ন এলাকায় কাজ করতেন। এ ঘটনার পর প্রতিবেশী রাশেদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭  
আরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।