ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় মাদক ব্যবসার বিরোধে ১৮ বাড়িঘর ভাংচুর, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ফতুল্লায় মাদক ব্যবসার বিরোধে ১৮ বাড়িঘর ভাংচুর, আহত ৬

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৮টি বাড়িঘরে ভাংচুর করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফতুল্লার নন্দলালপুর রেললাইন এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৬জন আহত হয়েছে।

আহতদের মধ্যে আরিফ ও স্বাধীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দলালপুর রেললাইন এলাকায় স্বাধীন ও মুন্না গ্রুপের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শনিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বাধীন গ্রুপের স্বাধীন, আরিফ, রবিনসহ অন্তত ৬ জন ছুরিকাঘাতে আহত হয়।

এরপর স্বাধীন গ্রুপের লোকজন ওই এলাকার প্রায় ১৮টি বাড়ি ঘরের দরজা জানালা ও বাড়ির গেইট কুপিয়ে ভাংচুর করে। একই সময় সড়কে একটি চলন্ত ট্রাকের সামনের গ্লাস ভাংচুর করে চালক ফয়সালের কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় তারা। ওই সময় স্বাধীন গ্রুপের ধাওয়ায় পালিয়ে যায় মুন্না গ্রুপ।

সন্ত্রাসীদের তাণ্ডবে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় স্বাধীন গ্রুপের সন্ত্রাসীরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। দুই গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তরা মামলা করলে মামলা নেয়া হবে। আর নয়তো পুলিশ বাদী হয়ে মামলা করবে।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।