রোববার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে নৌ-পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজ হন।
এ সংক্রান্ত ওই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপহৃতদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা নয়। আমাদের একটু সময় দিতে হবে। আমরা অবশ্যই তাদের ফিরে পাবো। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নৌ-পুলিশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের কলেবর বৃদ্ধি ও নদীপথে অধিকতর নিরাপত্তার জন্য নৌ-পুলিশ গঠন করেন। নদীমাতৃক বাংলাদেশ আবারও সচল হবে, নৌ-পুলিশ নদী পথগুলো নিরাপদ করতে কাজ করবে। যেখানে যা প্রয়োজন তারা তাই করবে বলে আমার বিশ্বাস।
নৌ-পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের নদী পথগুলোকে নিরাপদ রাখতে নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে নৌ-পুলিশকে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, দেশের নদী পথগুলো সুরক্ষিত রাখতে আমাদের নৌ-পুলিশ কাজ করবে। নৌপথে শুধু টহল দিলেই হবে না, জননিরাপত্তার জন্য নৌ-পুলিশকে কাজ করতে হবে।
নদীতে ঝাটকা নিধনের বিরুদ্ধে নৌ-পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারও ইলিশের উৎপাদন বেড়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ খুব ভালো ভূমিকা রেখেছে।
এ বছর নদীতে ঝাটকা নিধন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণের জন্য কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
নৌ-পুলিশের প্রধান ডিআইজি শেখ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, মাহবুবুদ্দিন আহমেদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭/আপডেট ১৫৩৮ ঘণ্টা
এসজেএ/এইচএ/