ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে গণপরিবহন সংকট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
সাভারে গণপরিবহন সংকট ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন খুব কমই দেখা যায়। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে ওই দুই মহাসড়কে এ পরিবহন সংকট দেখা দেয়। এতে কর্মস্থলগামী যাত্রীদের অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হতে দেখা যায়।

গুলিস্থান-ধামরাই রুটের একটি পরিবহনের চালক মজনু বাংলানিউজকে জানান, রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে পরিবহন সংকট দেখা যায়।  

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার, আমিনবাজার, আশুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।