ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১২ নভেম্বর উপলক্ষে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
১২ নভেম্বর উপলক্ষে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ‘উপকূলের জন্য হোক একটি দিন, কন্ঠে বাজুক প্রান্তজনের কথা’ এ স্লোগানকে সামনে রেখে ৭০-এর ১২ নভেম্বরে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বেসরকারি উদ্যোগে বরগুনায় পালিত হয়েছে উপকূল দিবস।

এ উপলক্ষে রোববার (১২ নভেম্বর) সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরাম ও আলোকযাত্রা বরগুনা দল।

পরে সরকারিভাবে দিবসটি পালনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বরাবরে স্মারকলিপি জমা দেওয়া হয়।

বরগুনা প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জাফর হোসেন হাওলাদার প্রমুখ।

এসময় বক্তরা বলেন- ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ নিহত হন। সব হারিয়ে নি:স্ব হয়ে যায় প্রাণে বেঁচে থাকা পরিবারগুলো। তাই উপকূলবাসীর ভাগ্য উন্নয়নের জন্য উপকূল উন্নয়ন বোর্ড বাস্তবায়নসহ ৭০-এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সরকারিভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর  ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।