রোববার (১২ নভেম্বর) দুপুর সোয়া ২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন।
শিবচরের প্রত্যন্ত জনপদে স্বাস্থ্য সেবাকে আরো এক ধাপ এগিয়ে নেয়া এবং প্যাথলজিক্যাল বিভাগে প্রচুর পরিমাণে কর্মসংস্থানে এ ইনস্টিটিউট উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।
মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলিপ কুমার দাস জানান, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি) চালু হলে শিবচরের প্রত্যন্ত জনপদের ছেলে-মেয়েরা প্যাথলজির বিভিন্ন বিষয়ের উপর এখানে পড়াশোনা করতে পারবে। এখান থেকে আল্ট্রাসনোগ্রাফি, এক্সরে, রেডিও থেরাপিসহ প্যাথলজিক্যাল নানা বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ থাকবে।
তিনি আরো জানান, বিশেষ করে শিবচর ও এর আশপাশের তরুণ প্রজন্ম এ সব বিষয়ে ডিপ্লোমা করে সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সহজেই চাকরি করতে পারবে। কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানটি।
জানতে চাইলে তিনি বলেন, ঠিক কতটি বিষয়ের উপর পাঠদান দেয়া হবে তা প্রতিষ্ঠানটি চালু না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে প্রথমে কমপক্ষে ৬টি বিষয় নিয়ে আইএইচটি এর কার্যক্রম শুরু হবে। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে এবং আশা করা যায় দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ