ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে নকলে সহযোগিতা করায় ২ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বালিয়াকান্দিতে নকলে সহযোগিতা করায় ২ শিক্ষককে অব্যাহতি

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জেএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা করার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি ও নকল করার দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া গাইড বই নিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে ঘোরাঘুরি করার দায়ে সোবাহান মিয়া (৪৫) নামে এক অভিভাবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১২ নভেম্বর) গণিত পরীক্ষা চলাকালে উপজেলার বালিয়াকান্দি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত ছাত্ররা হলো- স্বরজিৎ সরকার, দিপংকর সরকার, সাব্বির হোসেন, নয়ন খান, জুবায়ের হোসেন নাঈম, খন্দকার আশিকুর দৌলা অমি ও সাথী খাতুন।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন- উপজেলার নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও ধর্মতলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার বৈরাগী।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা বাংলানিউজকে জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বালিয়াকান্দি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোরাঘুরি করার সময় সোবাহান মিয়াকে আটক করা হয়। পরে জানা যায় তার মেয়ে ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। অসৎ উদ্দেশে তিনি কেন্দ্রের সামনে গাইড বই নিয়ে ঘোরাফেরা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই কেন্দ্রে নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ সময় তাদের নকলে সহযোগিতা করার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।