ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে টয়লেট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বিজয়নগরে টয়লেট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

কিশোরগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর এলাকার একটি বাসার টয়লেট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

রোববার (১২ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে বিষয়টি জানান। এর আগে সকালে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়।

নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, বিজয়নগর উপজেলার জালালপুর এলাকায় একটি বাসায় মাদক নিয়ে বিক্রেতা রফু মিয়া অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সকালে জালালপুর এলাকার ওই বাসায় অভিযান চালায় র‌্যাব। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক বিক্রেতা রফু মিয়া পালিয়ে যান। পরে ওই বাসা তল্লাশি করে টয়লেট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রফু মিয়া বিজয়নগর উপজেলার জালালপুর এলাকার মো. রুস্তুম আলীর ছেলে। এ ঘটনায় রফু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।