রোববার (১২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। মাহবুবুল ইসলাম সুমন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামের জাকির হোসেন ওরফে নানু মাস্টারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২ জানুয়ারি জেলার মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সুমন। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ওই দিন রাতেই মেয়ের চাচাত ভাই বাদী হয়ে সুমন ও তার বাবা নানু মাস্টারের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রায় ঘোষণার সময় সুমন পলাতক ছিল।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ