রোববার (১২ নভেম্বর) সকালে চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়ইতলা নদীর বিশ্বাসের হাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বাসের হাট ব্রিজ এলাকায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ হয়েছিলেন তিনি।
জোছনা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর গ্রামের মো. মজনুর স্ত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বরিশাল স্টেশনের কর্মকর্তা মো. হানিফ বাংলানিউজকে জোছনার মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক বাংলানিউজকে জানান, জোছনা স্বামী ও সন্তানসহ ঢাকায় থাকতেন। গ্রামের বাড়িতে বসবাসরত শাশুড়ি শুক্রবার মারা যান। রাত ৯টায় তার জানাজা ও দাফন করার কথা। তাই জোছনা ও তার স্বামী তিন সন্তানসহ শুক্রবার বেলা ১২টায় ঢাকা থেকে রওয়ানা দেন। সন্ধ্যায় তারা বরিশালে এসে স্পিডবোটযোগে দালালপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।
স্পিডবোটটি কড়ই তলা নদীর বিশ্বাসের হাট ব্রিজের কাছাকাছি এলে বিপরীতগামী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোটটি দুই ভাগ হয়ে যায়।
** বরিশালে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নারী নিখোঁজ
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএস/ওএইচ/