রোববার (১২ নভেম্বর) ভোরে উপজেলার কালীঘাট এলাকার টিকরিয়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন- হবিগঞ্জের বাহুবলের চারিগাও’র মৃত আসকন্দর আলীর ছেলে আব্দুল কাদির (৪৫), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার উত্তর উবাহাটা গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৩), শ্রীমঙ্গল টিকরিয়া গ্রামের মিলন কপালীর ছেলে মিন্টু কপালী (২০), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো. কুদ্দুছমিয়া (২৩), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার লাল মিয়ার ছেলে জহাঙ্গীর (৩৬) ও হবিগঞ্জের বাহুবলের চারিগাঁও’র হাবিবপুর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে মো. সানু মিয়া (৩৮)।
র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বিমান চন্দ্র কর্মকার (অতিরিক্ত পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, ভোরে কালীঘাট এলাকার টিকরিয়া সড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, বড় ছুরি একটি, রামদা একটি, শাবল একটি, কিরিছ দুইটি, কসটেপ দুইটি, মরিচের গুড়া ১০০ গ্রাম, চেতনানাশক স্প্রে তিনটি, ছয়টি মোবাইল ও আটটি সিম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এনটি