সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব, ডিবি পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
রোববার (১২ নভেম্বর) রাজধানীর দোয়েলচত্বর, টিএসসি ও শাহবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া সমাবেশস্থলের আশপাশের এলাকায় র্যাবের মোটরসাইকেল টিম ও পুলিশ এবং ডিবির টিম মাইক্রোবাসে নিয়মিত টহল দিচ্ছেন।
সদস্যদের মোতায়েন সম্পর্কে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, প্রতিবারই বিএনপির সমাবেশে কোনো না কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে বিএনপি যেনো শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে সে লক্ষেও কাজ করছেন তারা।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক এ কে আজাদ বাংলানিউজকে বলেন, সমাবেশস্থল ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সতর্ক অবস্থায় আছি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএসি/জেডএম