ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের শম্ভুগঞ্জের ব্রহ্মপুত্র ব্রিজের টোল আদায় বন্ধ ও ব্রিজের মোড়ের যানজট নিরসনসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন।

রোববার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

 

সংগঠনের সভাপতি আমিনুল হাসানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিশিষ্ট আইনজীবী খালেকুজ্জামান, মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ড. শাহাব উদ্দীন, মুক্তিযোদ্ধা বিমল পাল, মুক্তিযোদ্ধা নাজিরুল ইসলাম মনি, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।