ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আওয়ামী লীগ সাড়া দিলেও বিএনপি দেয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
‘আওয়ামী লীগ সাড়া দিলেও বিএনপি দেয়নি’

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন,  ডিএসসিসি এলাকায় যানজটের অন্যতম কারণ, যত্রতত্র সভা-সমাবেশ করা। দেখা গেল, শাহবাগে ২০-৩০ জন বসে পড়লেন। কিন্তু তারা এটি বুঝলেন না যে, তাদের কারণে লাগা যানজটে কতো লোকজনের কষ্ট হচ্ছে।

রোববার (১২ নভেম্বর) নগর ভবনে সেবা সংস্থাগুলোর সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘রাজধানীর বাসিন্দাদের যানজটের ভোগান্তি কমাতে রাজনৈতিক দলগুলোকে ছুটির দিনে সভা-সমাবেশ করার আহবান জানিয়েছিলাম।

আওয়ামী লীগ সে আহবানে সাড়া দিয়েছে। কিন্তু অন্য দলগুলো তা করেনি। তাই আমি আবারো রাজনৈতিক দলগুলোকে ছুটির দিনে সভা-সমাবেশ করার আহবান জানাবো’।

‘এতে যানজট কমবে, নগরবাসীর ভোগান্তিও কমবে’ বলেও মনে করেন তিনি।

রোববার দুপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বিএনপি। একে কেন্দ্র করে সকাল থেকেই উদ্যানের আশেপাশের সড়কে তীব্র যানজট ও অন্যত্র গণপরিবহন সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সমন্বয় সভায় ২৬টি সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ২৪টি এজেন্ডা নিয়ে সভায় আলোচনা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।