রোববার (১২ নভেম্বর) দুপুরে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিপুর এলাকায় অভিযান চালায় র্যাব।
এসময় মহিপুর গোড়া আমখোলাপাড়ার নুসার রাখাইনের বাড়িতে অভিযান চালিয়ে তার টিনের দোতলা বসতঘর থেকে ৩৩০লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার তিনজনকে আসামি করে র্যাবের পক্ষ থেকে এ ঘটনায় মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মামলার প্রধান আসামি নুসার রাখাইন, লামং (২০) ও মংমো (৪০) আমখোলাপাড়া এলাকার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএস/ওএইচ/