রোববার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে ১৮তম অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে জাসদ দলীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩ লাখ কিলোমিটার এবং সড়ক ও জনপদ বিভাগের ৪১ হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
জাতীয় পার্টির সদস্য রওশন আরা মান্নানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। ভারি বর্ষণ হলে সেখানে পানি জমে যায়, এর কারণ হলো ড্রেনগুলো পলিথিনসহ বিভিন্ন কারণে ভরে যায়। তবে এ ধরণের জলাবদ্ধতা কষ্ট আগামী বছর থেকে আর মোকাবেলা করতে হবে না। সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও সংসদকে জানান তিনি।
বছরের শেষ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসকে/এসএম/জেডএস