রোববার (১২ নভেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচির মধ্যে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে শেষ হয়।
র্যালি শেষে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সেখানে মানববন্ধন ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য দেন- নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার ফরহাদ, সাংবাদিক কে এম সবুজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়। প্রাণ হারায় লাখ লাখ মানুষ। উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নসহ উপকূল সুরক্ষায় দেশে প্রথমবারের মতো বেসরকারিভাবে 'উপকূল দিবস' পালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএস/ওএইচ/