শনিবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ফটিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরের নৈশ প্রহরী লুৎফর রহমান বাংলানিউজকে জানান, রোববার (১২ নভেম্বর) ভোরে পুকুর পাড়ে তিনি কীটনাশকের একটি প্যাকেট দেখতে পান।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী নাজমুল হুদা রিপন বাংলানিউজকে জানান, চলতি মৌসুমের বৈশাখ মাস থেকে সাত বছরের জন্য পুকুরটি স্থানীয় হাবিল-কাবিল উদ্দিনের কাছ থেকে তিনি লিজ নেন। এরপর তিনি ওই পুকুরে পাবদা, টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ শুরু করেন। তার ক্ষতি করার জন্য রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এনটি