বরিশালের গৌরনদী উপজেলার মৃত সেকান্দার আলীর ছেলে বজলু বয়াতি ওই কাভার্ড ভ্যানের চালক। রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার বড় ভাই সোহরাব বয়াতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।
সোহরাব বয়াতি বাংলানিউজকে বলেন, খুলনায় থেকে লালন শাহ্ ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ড ভ্যান চালাতেন বজলু বয়াতি। বৃহস্পতিবার পণ্য নিতে খুলনা থেকে ঢাকায় আসার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে ওই কাভার্ড ভ্যানেই তার মরদেহ পাওয়া গেল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের নতুন রাস্তা মোড়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের কোনো লোককে খুঁজে না পেয়ে তালা ভেঙে পেছনের অংশে তল্লাশি চালায়। এসময় ওই গাড়িতে মরদেহটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে কাভার্ড ভ্যানের পণ্য লুট করেছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআই
**কেরানীগঞ্জে কাভার্ড ভ্যানে এক ব্যক্তির গলা কাটা মরদেহ