ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিপণের দাবিতে বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
মুক্তিপণের দাবিতে বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ

বাগেরহাট: মুক্তিপণের দাবিতে সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ২০ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। 

অপহৃত জেলেদের মধ্যে ১৭ জনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বাকিরা বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর অপারেশন অফিসার জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, আমরা শুনেছি শনিবার (১১ নভেম্বর) সুন্দরবন থেকে ২০ জেলেকে অপহরণ করা হয়েছে। আমরা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছি, শিগগিরই তাদের উদ্ধারে অভিযান চালানো হবে।

তবে, দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ জানান, ২০ নয় ২৩ জেলেকে অপহরণ করেছে দস্যুরা।  

রোববার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি বাংলানিউজকে জানান,  শনিবার দুবলাচরের আলোরকোল শুটকি পল্লী থেকে বঙ্গোপসাগরের ছয় কিলোমিটার গভীরে জাল ফেলে মাছ ধরছিল জেলেরা। এসময়ে বনদস্যু বাহিনী বড় ভাই ও রফিক বাহিনীর সদস্যরা সেখানে হামলা চালিয়ে ২৩ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। দস্যুরা এখন দু’টি মোবাইল ফোন নম্বর দিয়ে দুবলা ফিশারমেন গ্রুপের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে মুক্তিপণের জন্য। তারা জেলে প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।