রোববার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি নিজ কার্যালয়ে কাজের স্বীকৃতিস্বরূপ ছানোয়ার হোসেনকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দেন।
ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নেত্রকোনা সদরসহ পূর্বধলা উপজেলায় তিনি ১ হাজার ২৭০ গ্রাম হেরোইন, তিন হাজার ৭০০ পিস ইয়াবা, ৪৩৮ কেজি গাঁজা, ১৬৬ লিটার চোলাই মদ, ১৬৪ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৮০ বোতল বিদেশি মদ, ৩২২ বোতল ফেনসিডিল জব্দ ও ৪৭১ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন তিনি।
তিনি আরো বলেন, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর দিকনির্দেশনা না পেলে এসবের কোনো কিছুই সম্ভব হতো না। স্যার আমাকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিয়েছেন সবসময়।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলাম, সৈয়দ হারুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এনটি