ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
সুনামগঞ্জে ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়রাবাজার ও তাহিপুর উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ ও চারটি মোটরসাইকেল জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে, শনিবার (১১ নভেম্বর) ভোরে সীমান্তে অভিযান চালায় টহলরত বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, সুনামগঞ্জের তাহিপুর উপজেলার লাউরগড় সীমান্তের মনাইপাড়া এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে সীমান্তে টহলরত সদস্যরা।

এদিকে, রোববার (১২ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার আশাউড়ার নৈগাং এলাকা থেকে চারটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় মামলা করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।